কলকাতা পুরসভার তরফ থেকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য অতীন ঘোষ কলকাতা ইউনিভার্সিটির তরফে মুক্তারামবাবু স্ট্রিটে একটি বাড়িতে সেফহোম বা হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছেন। কলকাতা পৌরসভার কাছে প্রস্তাব রেখেছে তিনি। ওই বাড়িটি আজ পরিদর্শনে যান কাশীপুর বেলগাছিয়া এলাকার বিধায়ক তথা পুর প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ। সঙ্গে উপস্থিত ছিলেন স্মিতা বক্সি সহ অন্যান্যরা। ওই বাড়িটি ঘুরে দেখেন। 75 টি বেড নিয়ে একটি সেফহোম বা হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে হবে বলে জানা গিয়েছে। এছাড়া অনেক এনজিও এবং বেসরকারি সংস্থা থেকে কলকাতা পৌরসংস্থার কাছে সেফ হোম করার জন্য প্রস্তাব আসছে। অবশ্য সবকিছু খতিয়ে দেখছে।
মুক্তারামবাবু স্ট্রিটে একটি বাড়িতে সেফহোম বা হাসপাতাল করার পরিকল্পনা
বৃহস্পতিবার,১৩/০৫/২০২১
1003