কলকাতার পুরসভা টেন্ট এ ট্রান্সপোর্ট ওয়ার্কারদের কোভিড ভ্যাকসিন


মঙ্গলবার,১১/০৫/২০২১
965

এদিন কলকাতার পুরসভা টেন্ট এ ট্রান্সপোর্ট ওয়ার্কারদের কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যে পরিমানে ভ্যাকসিন আসছে তা ইতিমধ্যে সবার মধ্যে বন্টন করা সম্ভব নয়। তাই যারা কোভিড যুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে তাদেরকে আগে দেওয়া হচ্ছে। এদের মধ্যে একটা ক্যাটাগরী ভাগ করা হচ্ছে। যেমন ট্রান্সপোর্ট ওয়ার্কার্স দের মধ্যে রয়েছে বাস ড্রাইভার, কন্ডাক্টার, অটো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার। সেই সঙ্গে হকার – এদের সবাইকে আগে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।এদের বয়স 45 এর উপর থাকতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে 18 ওপর মানুষকে দেওয়া হচ্ছে। তবে তা নির্বাচিত করে। এখনও পর্যন্ত প্রয়োজন মত ভ্যাকসিন এসে পৌঁছায়নি। এইজন্য এদিন প্রধানমন্ত্রীকে আরও একবার দোষারোপ করলেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন যদি প্রয়োজন মত ভ্যাকসিন এসে পৌঁছাত তাহলে গণহারে সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হত। প্রধানমন্ত্রীর অপদার্থতার ফলেই এই কাজ করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। হাওড়া, সল্টলেক, অহীন্দ্র মঞ্চ, তারাতলা প্রভৃতি জায়গায় এই ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও যারা দ্বিতীয় ভ্যাকশিন নেবেন তাদেরকেও কোভিসিল্ড বা কোভভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট