মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় যাঁরা থাকছেন


রবিবার,০৯/০৫/২০২১
1175

সোমবার সকালে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজভবনে মন্ত্রীদের তালিকা পাঠানো হয়েছে। এবারও মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিমচন্দ্র হাজরা, মানস রঞ্জন ভূইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভন দেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, মোহাম্মদ গোলাম রাব্বানী, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ এবং সিদ্দিকুল্লাহ চৌধুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হিসাবে যাঁরা থাকছেন তাঁরা হলেন বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কোবির, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারানী টুডু, বুলুচিক বারাইক, সুজিত বসু এবং ইন্দ্রনীল সেন। রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন দিলীপ মন্ডল, আখতারুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ চন্দ্র অধিকারী এবং মনোজ তেওয়ারি। শারীরিক অসুস্থতার কারণে এবার ভোটে প্রার্থী হননি অমিত মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় অমিত মিত্র থাকছেন। তাঁকে অর্থমন্ত্রী দেওয়া হবে বলেই তৃণমূল সূত্রের খবর। খড়দহের নির্বাচিত প্রার্থী কাজল সিনহা কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ফলে ওই কেন্দ্রে আবার নির্বাচন হবে। অমিত মিত্র খড়দহ থেকে তৃণমূলের প্রার্থী হবেন বলে সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট