পশ্চিমবঙ্গ বিধানসভার ঐতিহ্য আছে। তৃণমূণ কংগ্রেসের বিধায়করা সর্বাধিক ভোটে নির্বাচিত হয়ে এসেছে। নারী শক্তি এবং নতুন প্রজন্ম এই সরকারকে নিয়ে আসতে ভোট দিয়েছে।ভোটে যে কোটি কোটি টাকা খরচ করেছে সেই টাকায় ভ্যাকশিন দেওয়া হলে রাজ্যবাসী সকলে ভ্যাকশিন পেয়ে যেত। বারবার ভ্যাকশিন চেয়েও পাচ্ছি না। বাংলার মানুষকে মেনে নিতে পারছে না তাই কেন্দ্রীয় টিম পাঠানো হচ্ছে। ফেক ভিডিয়ো ও ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ডাবল ইঞ্জিন? তৃতীয় বারের জন্য আমাদের সমর্থন দিয়েছেন বাংলার জনগন। আরও ভাল করে কাজ করতে হবে। বাংলা বাংলার মত কাজ করবে। কোভিড এক নম্বর প্রায়োরিটি। জানালেন – মমতা বন্দ্যোপাধ্যায় ।
“ভোটে যে কোটি কোটি টাকা খরচ করেছে সেই টাকায় ভ্যাকশিন দেওয়া হলে রাজ্যবাসী সকলে ভ্যাকশিন পেয়ে যেত” – মমতা
শনিবার,০৮/০৫/২০২১
1049