সেফহোম নিয়ে যথেষ্ট তৎপর কলকাতা পুরসভার সেফহোম গুলিতে অক্সিজেনের সুবন্দোবস্ত করা হচ্ছে সে বিষয়ে আলোকপাত করলেন কলকাতা পুরসভার প্রসাশক ফিরহাদ হাকিম । তিনি জানিয়েছেন ইতিমধ্যে 26 অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার লাগানো হচ্ছে পাশাপাশি অক্সিজেনের কনসেন্টটর দেওয়া হচ্ছে প্রয়োজনে মানুষকে তা লোন হিসেবেও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম । কোনো মানুষ যেন নিজের দরকার ছাড়া অক্সিজেন সিলিন্ডার মজুত না রাখেন সেই বিষয়ে সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন ফিরহাদ হাকিম । পাশাপাশি তিনি জানিয়েছেন অক্সিজেন পার্লারগুলোতে সাধারণ মানুষকে নিয়ে আসা হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দেওয়া যেতে পারে সে বিষয়ে কাজ করা হচ্ছে । পাশাপাশি তিনি জানিয়েছেন এদিন ভারতবর্ষের সমস্ত জায়গায় যেন ভ্যাকসিন সঠিক দামে বিক্রি করা হয় সে বিষয়ে কেন্দ্রীয় সরকার সঠিক ভাবে কাজ করে প্রাইভেট হাসপাতাল গুলিকে আগে থেকে ভ্যাকসিন দিয়ে দিলে সরকারি হাসপাতালগুলো ভ্যাকসিন পাচ্ছে না তা যেন না করা হয় ।
সেফহোম গুলিতে অক্সিজেনের সুবন্দোবস্ত করা হচ্ছে সে বিষয়ে আলোকপাত করলেন ফিরহাদ হাকিম
শুক্রবার,০৭/০৫/২০২১
816