দেশজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দেশ তথা রাজ্যে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোভিড -১৯ এর করাল গ্রাসে দেশ,রাজ্য জুড়ে প্রচুর মানুষের ইতিমধ্যে মৃত্যুও ঘটেছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট এই মারণ-ভাইরাস মোকাবিলায় লকডাউন জারির বিষয়টি বিবেচনা করে দেখতে বলেছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে। জন সমাগম ও সংক্রমন ছড়ানোর সহায়ক অনুষ্ঠান নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনা করে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে জন সমাবেশ ও সংক্রমণ ছড়ায়, এমন অনুষ্ঠানগুলি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনার জন্য আমরা কেন্দ্র ও রাজ্যগুলি আর্জি জানাচ্ছি। জনস্বার্থে ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করতে সরকার লকডাউন জারির বিষয়টিও বিবেচনা করে দেখতে পারে। পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও বলেছে, লকডাউন জারি হলে সামাজিক-আর্থিক প্রভাব, বিশেষ করে, সমাজের প্রান্তিক মানুষের সমস্যার দিকগুলি মাথায় রাখতে হবে। প্রান্তিক মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার আগাম ব্যবস্থা করতে হবে। জেনে রাখা দরকার অদূর ভবিষ্যতে করোনা ভাইরাস মোকাবিলার লক্ষ্যে কেমন ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে, তা জানাতেও কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
করোনা রুখতে প্রয়োজনে লকডাউন জারির পরামর্শ দিলো সুপ্রিম কোর্ট
সোমবার,০৩/০৫/২০২১
723