করোনা আক্রান্তের দেহ পড়ে রয়েছে বাড়িতে, চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেহালা বৈশালী পার্ক এলাকায়


সোমবার,০৩/০৫/২০২১
856

দুপুর থেকে করোনা আক্রান্তের দেহ পড়ে রয়েছে বাড়িতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেহালা বৈশালী পার্ক এলাকায় বছর পঞ্চাশের প্রবীর চ্যাটার্জী গত বুধবার করোনাতে আক্রান্ত হয়.যদিও পরিবার সূত্রে জানা যাচ্ছে প্রবীর চ্যাটার্জী হার্নিয়া অপারেশনের জন্য বেহালা বালানন্দ হাসপাতালে গেছিল এবং সেখান থেকে কোরোনা টেস্ট হয় এবং পজিটিভ হওয়ার পরে তাকে ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ. বলে যে নেগেটিভ হলে তারপর আসবেন এবং তারপর থেকে তিনি বাড়িতে ছিলেন এবং পরিবারের যেটা বক্তব্য তার হার্নিয়া যন্ত্রণা দিনে দিনে বাড়তে থাকে. শুধুমাত্র কোরোনা পজিটিভ হওয়ার জন্য তিনি হারিনিয়ার চিকিৎসা পাইনি.পরিবার সূত্র মারফত জানাযাচ্ছে গতকাল তিনটে নাগাদ তিনি মারা যায় এবং পরিবারেরএও জানায় হয়তো হারনিয়া বাস্ট হয়ে তার মৃত্যু হয়েছে. প্রায় 14 14 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো বাড়িতেই পড়ে রয়েছে

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট