পূর্ব রেলে করোনা আক্রান্ত বারোশোর বেশি কর্মী। শিয়ালদা ডিভিশনেই সংক্রমিত প্রায় ৭৫০ জন। যার দরুন শিয়ালদা ডিভিশনে আজ বাতিল ৫৪ জোড়া লোকাল ট্রেন। যাত্রী সংখ্যা কমের কারণে ৪ তারিখ থেকে বাতিল ৭ জোড়া স্পেশাল ট্রেন এমনটা জানা গেছে।পূর্ব রেল সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ১২০০ জন কর্মী। তার মধ্যে শিয়ালদা ডিভিশনেই করোনা সংক্রমিত ৭৫০ জন রেলকর্মী। এর জেরে শিয়ালদা সেকশনে শনিবার বাতিল করা হয়েছে ৫৪ জোড়া লোকাল ট্রেন। এরই সাথে হাওড়া সেকশনে লাইনে কাজ চলায় চলছে না ২০ জোড়া লোকাল।শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ৩ মে থেকে বাতিল করা হচ্ছে মালদা-নবদ্বীপ ধাম স্পেশাল ট্রেন। পরের দিন থেকে বাতিল ফিরতি ট্রেন।পাশাপাশি, ৪ তারিখ থেকে বাতিল হচ্ছে হাওড়া-বোলপুর, বোলপুর-হাওড়া, শিয়ালদা-আসানসোল, আসানসোল-শিয়ালদা, হাওড়া-সিউড়ি, সিউড়ি-হাওড়া, দিঘা-আসানসোল, আসানসোল দিঘ,স্পেশাল, আসানসোল-টাটা এবং টাটা-আসানসোল স্পেশাল এমনটা সূত্রের খবর।
শিয়ালদা সেকশনে কোভিডে আক্রান্ত অসংখ্য রেলকর্মী,বাতিল ৫৪ জোড়া লোকাল
শনিবার,০১/০৫/২০২১
609