ভোট গণনার পর কোনও বিজয় মিছিল নয় কড়া নির্দেশিকা কমিশনের


বৃহস্পতিবার,২৯/০৪/২০২১
956

আগামী ২ মে বিধানসভা নির্বাচন ২০২১ এর ফল ঘোষণার দিন বা পরবর্তী সময়ে জনসমাবেশ রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এমনটাই জানা গেছে সংবাদসংস্থা এএনআই পক্ষ থেকে। দেশজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পাশপাশি বলা হয়েছে জয়ী প্রার্থী সার্টিফিকেট নেওয়ার সময় ২ জনের বেশি লোককে সঙ্গে নিতে পারবেন না।জেনে রাখা দরকার গতকাল মাদ্রাজ হাইকোর্টের তরফে নির্বাচন কমিশনের তুমুল সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ,কমিশন দায়ী। তাদের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত। গণনার সময় কোভিড রুখতে পরিকল্পনার কথা জানালে গণনা রুখে দেওয়া হবে।গত বছর বিহার বিধানসভা নির্বাচনের সময়েও কোভিড পরিস্থিতি ছিল। সে সময়ে বিহারে গণনার আগে বা পরে কোনও করম জমায়েত বা বিজয় মিছিল করার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। তবে যে প্রক্ষিতে এই নির্দেশিকা জারি করা হল তা বেশ গুরুত্বপূর্ণ।কতটা কড়া ভাবে নির্বাচন কমিশন সেই নির্দেশিকা কার্যকর করতে পারে সেটাই এখন দেখার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট