নজরবন্দি হয়েও কেন্দ্রীয় বাহিনীর নজর এড়ালেন অনুব্রত


বুধবার,২৮/০৪/২০২১
991

খেলা শুরু করেই দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। ‘নজরবন্দি’ হয়েও কেন্দ্রীয় বাহিনীর নজরের বাইরে অনুব্রত বাবু। আজ সকাল গড়তেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে লুকোচুরি খেলা শুরু করে দিলেন বীরভূম জেলা সভাপতি।আগামিকাল বীরভূমের ১১ আসনে ভোটগ্রহণ। তার আগেই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাঁকে নজরবন্দি করেছে কমিশন। বুধবার সকালের একটু পরেই বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন অনুব্রত। উদ্দেশ্য জেলার বিভিন্ন পার্টি অফিস। তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর গাড়িও। কিন্তু কিছুক্ষণ যাওার পর একটি রাস্তার বাঁকে উধাও হয়ে যায় তাঁর গাড়ি। দীর্ঘক্ষণ তাঁর গাড়ি খুঁজে বের করার চেষ্টা করেও তা খুঁজে বের করতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। এরকম এক কাণ্ডে চাপে পড়ে গেল বাহিনী।দলীয় সূত্রে খবর তিনি গিয়েছেন লাভপুরের দিকে। কেন্দ্রীয় বাহিনীও লাভপুরের দিকে গিয়েছে। ঠিক কারণে এই লুকোচুরি তা বোঝা যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে কথা বলেও এর কোনও সদুত্তর পাওয়া যায়নি। পাশাপাশি অনুব্রতর নিরাপত্তারক্ষীরাও ফোন ধরছেন না। ফলে রীতিমতো একটি ধোঁয়াশা তৈরি হয়েছে অনুব্রত মণ্ডলকে ঘিরে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখন ইলামবাজারের দিকে যাচ্ছেন। কতক্ষণে তাঁকে কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করতে পারবে তা এখনও বোঝা যাচ্ছে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট