বিবেক জাগ্রত করতে গান্ধীগিরি কলকাতা ট্রাফিক পুলিশের


মঙ্গলবার,২৭/০৪/২০২১
856

এক ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে দেশ। এ রাজ্যও। কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হাসপাতালে মিলছে না বেড। নেই অক্সিজেন। চারিদিকে স্বজন হারার কান্না। তবুও হুঁশ ফিরছে না এক শ্রেণীর মানুষের মধ্যে। এই অতিমারি থেকে নিজেকে রক্ষা করতে মাস্ক এখন বাধ্যতামূলক। বিশেষজ্ঞরা দু’টো মাস্ক পড়ারও পরামর্শ দিচ্ছেন। এমনকি বাড়িতেও মাস্ক পরে থাকার কথা বলছেন। কিন্তু কে শোনে কার কথা? মাস্ক না পরে মহানগরীর রাস্তায় অসচেতনতার নিদর্শন রাখছে কিছু মানুষ। তাদের বিবেক জাগ্রত করতে গান্ধীগিরি কলকাতা ট্রাফিক পুলিশের।
শহরের মোড়ে মোড়ে কলকাতা পুলিশ সচেতনতায় এগিয়ে এসেছেন। মাস্ক না থাকা ব্যাক্তিদের হাতে তুলে দিচ্ছেন মাস্ক। আর সেই সঙ্গে সতর্কও করে দিচ্ছেন আমজনতাকে। নরমে-গরমে বোঝাচ্ছেন ভয়াবহতার কথা। লক্ষ্য একটাই, কোভিডকে হারাতেই হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট