ভোট মিটে গেছে ১০ই এপ্রিল, তারপরেও করোনা সচেতনতার প্রচারে বেহালার বিএল সাহা রোডে পায়েল সরকার। বিভিন্ন বাজার থেকে শুরু করে বাড়ি বাড়ি এবং পথচলতি মানুষের হাতে তুলে দিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাস্ক। এদিন দেখা যায় বহু মানুষ মাস্ক না পড়ে রাস্তায় বেরিয়েছে এবং সেই জায়গা থেকে পায়েল সরকারের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। নির্বাচনে হার জিত তো আছেই তা বলে কি এই জরুরি অবস্থায় রাজ্যের করনা গ্রাফ ঊর্ধ্বমুখী তাই চুপ করে ঘরে বসে থাকা যায়না পথ চলতে চলতে বক্তব্য রাখলেন পায়েল সরকার। পায়েল বলল, একজন সচেতন নাগরিক হিসাবে সাধারণ মানুষের পাশে থাকা আমার কর্তব্য বলে মনে করি আর সেই জন্যই মানুষদের মাস্ক দিয়ে আজকের এই করোনা সচেতনতার প্রচার বেহালা পূর্বের বিএল সাহা রোডে।
করনা সচেতনতার প্রচারে বেহালা পূর্বে অভিনেত্রী পায়েল সরকার
শুক্রবার,২৩/০৪/২০২১
1046