ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ আগামী 22 এপ্রিল থেকে


বুধবার,২১/০৪/২০২১
884

গত বছর ২৫ মার্চ 2020 তে করোনা অতিমারীর জন্য বন্ধ হয়েছিল মঠ | এরপর দেশ জুড়ে আনলক পক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে ১৫ জুন মঠ খুললেও ফের ২রা অগাস্ট সাধারণের জন্য দরজা বন্ধ হয়ে যায় মঠের | মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী আক্রান্ত হয়ে পরেন করোনাতে | সেই কারণেই ফের বন্ধ হয়ে যায় | এ বছর ১০ই ফেব্রুয়ারী সব রকম করোনা বিধি মেনেই ফের খুলেছিল মঠ | সব মন্দিরে প্রবেশ করতে পারলেও, মন্দিরে বসা ও মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া ইত্যাদী বন্ধ ছিল। মাক্স স্যানিটাইজার ইত্যাদি কোভিদ বিধি মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল । কিন্তু বর্তমান পরিস্থিতিতে অছি পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয় আগামী 22 এপ্রিল থেকে মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল।

Advertisement
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট