ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ আগামী 22 এপ্রিল থেকে


বুধবার,২১/০৪/২০২১
822

গত বছর ২৫ মার্চ 2020 তে করোনা অতিমারীর জন্য বন্ধ হয়েছিল মঠ | এরপর দেশ জুড়ে আনলক পক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে ১৫ জুন মঠ খুললেও ফের ২রা অগাস্ট সাধারণের জন্য দরজা বন্ধ হয়ে যায় মঠের | মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী আক্রান্ত হয়ে পরেন করোনাতে | সেই কারণেই ফের বন্ধ হয়ে যায় | এ বছর ১০ই ফেব্রুয়ারী সব রকম করোনা বিধি মেনেই ফের খুলেছিল মঠ | সব মন্দিরে প্রবেশ করতে পারলেও, মন্দিরে বসা ও মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া ইত্যাদী বন্ধ ছিল। মাক্স স্যানিটাইজার ইত্যাদি কোভিদ বিধি মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল । কিন্তু বর্তমান পরিস্থিতিতে অছি পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয় আগামী 22 এপ্রিল থেকে মঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল।

Advertisement

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট