সুখেন্দু শেখর রায় বলেন, শেষ দু’দফার ভোট এক সঙ্গে করার আবেদন জানিয়েছি। আমরা প্রচার সূচি ছোট করেছি। আমরা প্রত্যাশা করা নির্বাচন কমিশন ভোটারদের ও ভোটকর্মী সহ ভোটের কাজে যুক্ত সকলের জীবন সুরক্ষার কথা ভাববে। কোভিড পরিস্থিতিতে দলনেত্রী পদক্ষেপ নিয়েছেন। কর্মসূচি সংক্ষিপ্ত করেছেন। প্রার্থী মারা গিয়েছেন কয়েজন। বহু মানুষ আক্রান্ত হয়েছেন। ২২ তারিখ ষষ্ঠ দফার নির্বাচন। সপ্তম অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করার আবেদন করেছি। মানুষের জীবনের সুরক্ষার কথা বলেছি। সিইও বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী ভারতবর্ষের। কুম্ভমেলার যে ভাবে অনুমতি দিলেন তা সকলে দেখেছেন। ১৩ তারিখের দুই বিধানসভার ভোট নিয়ে বিবেচনা তাদের কাঁধেই ছেড়েছি। আমাদের আপিল আছে।
“শেষ দু’দফার ভোট এক সঙ্গে করার আবেদন জানিয়েছি” সুখেন্দু শেখর
মঙ্গলবার,২০/০৪/২০২১
1377