হাওড়া: কর্মচঞ্চল ছেলেটি সবসময় চাইত সমাজের প্রান্তিক, অসহায় মানুষের জন্য কাজ করতে। আর সেই সুবাদেই তাপস, পৃথ্বীশ, অরুণ, শুভঙ্করদের সাথে রাজকুমারের পরিচিতি। তাদের সাথে হাতে হাত মিলিয়ে শীতের গভীর রাত কিমবা করোনা, আম্ফান বা লকডাউন প্রত্যেকটা সময়েই লড়াই চালিয়ে গেছেন সকলের প্রিয় ‘রাজু’। কিন্তু, ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র ৩৭ বছরেই থেমে গেছে কর্মচঞ্চল ছেলেটির জীবনের রথচক্র। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৯ শে মার্চ চিরশান্তির দেশে পাড়ি দিয়েছেন আমতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর অন্যতম লড়াকু সদস্য রাজকুমার মন্ডল। রাজকুমারকে শ্রদ্ধা জানাতে কোনো তথাকথিত স্মরণসভা নয়, রক্তদান শিবিরের আয়োজন করে নিজেদের সহযোদ্ধাকে শ্রদ্ধা জানালেন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর সদস্যরা। রবিবার সকালে গ্রামীণ হাওড়ার আমতা উদং তরুণ সংঘের মাঠে আমতার স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল হাওড়া জেলা হাসপাতাল। এদিনের রক্তদান শিবিরে রক্ত দেন ৭০ জন।
উল্লেখযোগ্য বিষয়, প্রায় ২৫ জন পড়ুয়া এদিন জীবনে প্রথমবারের জন্য রক্তদান করেন। সংগঠনের কর্তা তাপস পাল জানান, আমরা আমাদের সাথীকে হারিয়েছি। তার হারানোর যন্ত্রণা এখনো আমাদের প্রতিমুহূর্তে বিঁধছে। সে কাজ ভালো বাসত। তাই কাজের মধ্য দিয়েই আমাদের প্রিয় রাজু দা’কে শ্রদ্ধা জানাতে এই রক্তদান শিবিরের আয়োজন। তিনি আরও বলেন, একদিকে নির্বাচন, অন্যদিকে করোনা আবহ ও গ্রীষ্মের দাবদাহ এসবের জাঁতাকলে বিভিন্ন ব্লাডব্যাংকগুলি কার্যত রক্তশূন্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুমূর্ষু রোগী ও থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ানোর কথা ভেবে সহযোদ্ধার স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা শীর্ষ আরোহণকারী বিখ্যাত বাঙালি পর্বতারোহী শেখ সাহাবুদ্দিন। এদিন জীবনে প্রথমবারের জন্য রক্ত দিলেন পড়ুয়া সুদেষ্ণা মল্লিকের কথায়, জীবনে প্রথমবারের জন্য রক্তদান করতে পেরে খুব ভালো লাগছে। মুমূর্ষু রোগীদের স্বার্থে এভাবেই সকলে এগিয়ে আসুক। এই শিবিরে রক্তদান করেন রাজকুমারের স্ত্রী সোমা মন্ডল। একদিকে যখন উদংয়ে রক্তদান শিবির চলছে তখন অন্যদিকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে গিয়ে এক মুমূর্ষু রোগীকে রক্তদান করলেন আমতার স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিনিধি বিশ্বজিৎ পট্টনায়ক।
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…