বেশ কিছু দিন ধরে বিজেপি মিথ্যাচার করে চলেছে। মিথ্যে প্রচারের ফ্যাক্টারি ম্যানেজাররা মিথ্যাচার করে চলেছে। আমাদের প্রশ্ন, বহিরাগত বর্গী যিনি টেপটি ট্যুইট করেছে তিনি মু্খ্যমন্ত্রী সম্পকে নোংরা কথা বলেছেন। যাঁদের কাছে অভিযোগ জানানোর তাদের কাছে বোধহয় আর অভিযোগ করে লাভ নেই। নেত্রীর সঙ্গে দলীয় প্রার্থীর কথোপকথোন কি করে ফোন ট্যাপ করা যায়? রাজ্যসভা ও লোকসভায় সংশ্লিষ্ট মন্ত্রী বলেছিলেন কোন ফোন ট্যাপ করা হয় না। কিন্তু প্রমান হয়ে যাচ্ছে ফোন ট্যাপ করা হচ্ছে। বিজেপির আইটি সেল ফোন ট্যাপ করছে। বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন ফতোয়া জারি করেছে সন্ধ্যা ৭ টার পর কোন সভা করা যাবে না। আসলে ওদের কোভিড মোকাবিলা উদ্দেশ্য নয়, ওদের পরিয়ায়ী নেতারা যাতে সঠিক সময় ফিরে যেতে পারে।
“বিজেপির আইটি সেল ফোন ট্যাপ করছে”, সুখেন্দু শেখর রায়
শুক্রবার,১৬/০৪/২০২১
1124