ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ভোট এক দিনে করাতে প্রস্তুত নির্বাচন কমিশন। করোনা পরিস্থিতিতে আগামী কাল সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ওই বৈঠকে কমিশনের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হতে পারে। কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কি ভাবে তা মোকাবিলা করা যায় তা নিয়ে যথেষ্টই চিন্তিত কমিশনের কর্তারা। এই অবস্থায় দফা কমিয়ে আনার পক্ষে। রাজনৈতিক দলগুলি সম্মত হলে কমিশন সেই পথেয় হাঁটতে চলেছে। সে ক্ষেত্রে বাহিনী বাড়ানো হতে পারে।
ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ভোট এক দিনে করাতে প্রস্তুত নির্বাচন কমিশন
বৃহস্পতিবার,১৫/০৪/২০২১
1561