মেয়ে কোনো কাজ না করলে মেয়ে কিছু না দিলে তাকে তখন বাড়িতে না রেখে বিদায় করে দিতে হয়।।দীলিপ ঘোষ ” ভোটের প্রচার করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ভাষাতেই কথা বললেন দিলীপ ঘোষ। “মেয়ে কে মানুষ তো চেয়েছিল কিন্তু মেয়ে যখন কিছু দেয় না তখন মেয়ে কে বেশি দিন বাড়িতে রাখতে নেই বিদায় করে দিতে হয়।২ রা মে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় শুরু হবে “মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছরের কাজের প্রসঙ্গে এই ভাবেই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
বরানগরের প্রগতি সংঘের মাঠে বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র সমর্থনে রবিবার সকালে সভা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন “যে পরিবর্তন দিদি করেছেন সেটা বাংলার মানুষ চায় নি। উল্টে দিদি বাঙলার মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছেন, শান্তি শৃঙ্খলা ছিনিয়ে নিয়েছেন। তাই মানুষ নিজেদের অধিকার ছিনিয়ে নিতে জয় শ্রী রাম ধ্বনী তুলে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন।”