তীরে এসে তরী ডুবল বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের


বৃহস্পতিবার,০৮/০৪/২০২১
1671

তীরে এসে তরী ডুবল। এমনই ঘটনা ঘটলো এদিন সকাল এগারোটা নাগাদ পর্ণশ্রী থানা এলাকায় ।এদিন সকাল বেলা কলকাতা পর্ণশ্রী থানা এলাকায় মিঠুন চক্রবর্তী একটি রোড শো ছিল ।মূলত বেহালাপশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রোড শোযে উপস্থিত থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তীর ।কিন্তু সেই রোড শো এর পারমিশন দেয নি পর্ণশ্রী থানা। তিনি ইতিমধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা। তারা পর্ণশ্রী থানায ঢুকে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বক্তব্য গতকাল তার জন্য পাটুলি থানা থেকে সমস্ত কিছুর পারমিশন নিয়ে ছিল। আসলে যে জায়গাটিতে বিজেপির রোড শো হওয়ার কথা ছিল তা পাটুলি থানা ও বেহালা থানা অন্তর্গত ।তাই বিজেপি কর্মী সমর্থক রা গতকাল রাতে পাটুলি থানা থেকে পারমিশন নিয়ে ছিল ।পুরোপুরি ভাবে পেয়ে গিয়েছিলো ।

কিন্তু এদিন সকাল বেলা হঠাৎই উলোটপূরণ হয়ে যায় ।সকাল থেকে বিজেপি কর্মী ও সমর্থকরা এসে জড়ো হতে শুরু করে। এমনকি দুটো জিপ তাদের সাজান হয়ে যায় ।কিন্তু বেঁকে বসে পুলিশ। তারা রোড শো এর পারমিশন দেয় না ।তারা জানিয়ে দেয় কোনোভাবেই এই রোড শো করা যাবে না ।কারণ জানতে চাইলে পুলিশের কাছে কোন সঠিক উত্তর নেই ।এই নিয়ে ইতিমধ্যে পর্ণশ্রী থানা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে ।বিজেপি কর্মী ও সমর্থকদের বক্তব্য যদি পুলিশের সমর্থন না থাকতো তাহলে গতকাল রাত্রে তারা জানিয়ে দিতে পারত ।তারা তাদের প্ল্যান অন্য ভাবে করতে পারতো ।এমনকি সুবিধা অযাপে তারা তাদের কাজ করতে পারত। কিন্তু শেষ মুহূর্তে এসে পুলিশ কেন তাদের প্ল্যান চেঞ্জ করে দিল। এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তারা ।ইতিমধ্যে পর্ণশ্রী থানার সামনে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। অন্যদিকে শ্রাবন্তী জানিয়েছেন পুলিশ কোনও কারণই দেখাচ্ছে না। ওদের কাছে কোনও উত্তর নেই। রাতের অন্ধকারে সব বদলে গিয়েছে। আমারও ভালবাসার লোক রয়েছে। মানুষ তার জবাব দেবে।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট