এখানে অভিনয় করতে আসিনি। পার্টির লিডার অখিলেশ যাদব আমাকে পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইটিং করছেন তাকে কুর্ণিশ। আমি খুশি দলের এই দ্বায়িত্ব পেয়ে। সত্যি কথা বলবেন। বাঙালিদের ভয় দেখিয়ে কেউ কোনদিন সাকসেসফুল হয়নি। এখনও পারবে না। উন্নতি হবে। আরও উন্নতি হবে। আরও বেশি বেশি উন্নতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনলে। ফাইটিং স্ট্রাগলিং সিঙ্গেল লেডি মমতা ব্যানার্জী।
মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইটিং করছেন তাকে কুর্ণিশ: জয়া বচ্চন
সোমবার,০৫/০৪/২০২১
873