আমতায় এক নির্বাচনী জনসভায় এসে এই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

হাওড়ার আমতা উদয়নারায়ণপুরে  বন্যা নিয়ন্ত্রণে এবার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। রবিবার দুপুরে হাওড়ার আমতায় এসে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত হাওড়ার আমতা ও উদয়নারায়ণপুরে প্রায় বন্যা হয়। গ্রামীন হাওড়ার এগুলো  বন্যাকবলিত এলাকা। নিম্ন দামোদরের জলে প্রায় প্রায় এখানে বন্যা হয় বর্ষাকালে।কিন্তু সেই সমস্যা এবার সমাধানের জন্য নেওয়া হয়েছে লোয়ার দামোদর বেসিক প্রোযেক্ট । যার দ্বারা নিচু জমি ভরাট। সেতু নির্মাণ ও কালভার্ট নির্মাণ হবে।এই প্রোযেক্ট শুরু হয়ে গিয়েছে । যার জন্য দু হাজার সাতশো সাতষট্টি কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া নেওয়া হয়েছে আরামবাগ মাস্টার প্ল্যান ।  এর জন্য চুয়ান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এই প্রোযেক্টের ফলে খানাকুল ও পুরশুরার জল এদিকে ঢুকবে না। পাশাপাশি এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কুলিয়া ব্রিজ। সেটিও তৈরি হবে। বাইস পয়েন্ট তিপান্ন কোটি টাকা দেওয়া হয়েছে । রবিবার দুপুরে হাওড়ার আমতায় এক নির্বাচনী জনসভায় এসে এই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আমতা, উদয়নারায়নপুর খুব পরিচিত নাম।

এখানে প্রায় বন্যা হয়। বন্যার সময় আমি এখানে মানুষের পাশে থাকার জন্য আসি। তাই এই এলাকার জন্য রাজ্য সরকার এই প্রোযেক্টগুলো নিয়েছে। কিছু প্রোযেক্টের কাজ শুরু হয়ে গিয়েছে । কিছু প্রোযেক্টের কাজ শুরু হবে। তাই আপনারা তৃণমূলকে জেতান। তবেই না এই কাজগুলো হবে বলে আমতার জনসভায় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী । তিনি অভিযোগ করেন ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে বিজেপি । এখানে বন্যা হলে সেই জল হিন্দুর ঘরেও যাবে ও মুসলমানের ঘরেও যাবে।

আপনারা  এই দুই সম্প্রদায়ের মানুষ এখানে একসঙ্গে মিলেমিশে থাকেন। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান । তাই সংখ্যালঘু ভাইবোনদের বলছি একটিও ভোট অন্য কাউকে দেবেন না। তাহলে বিজেপির সুবিধা হবে। সংখ্যালঘুদের একমাত্র উন্নতিসাধন করতে পারে তৃণমূল । বিজেপি ক্ষমতায় এলে এনআরসি করবে , এনপিআর করবে। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি । এদিন হাওড়ার এই জনসভায় আমতার তৃণমূল প্রার্থী সুকান্ত পালের সমর্থনে জনসভা হয়। এই জনসভায় হাওড়ার উলুবেড়িয়ার অন্যান্য প্রার্থীরা ও তৃণমূল নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। প্রখর গরম উপেক্ষা করে রবিবার এখানে প্রচুর কর্মী সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 
 

admin

Share
Published by
admin

Recent Posts

Barcode স্টিকার কিভাবে তৈরি করা হয় ?

Barcode স্টিকার তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ, তবে নির্ভর করে আপনি কিসের জন্য এটি বানাচ্ছেন—ব্যবসার…

1 hour ago

দক্ষিণেশ্বরের পর কালীঘাট! নববর্ষের প্রাক্কালে স্কাইওয়াক উপহার, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বার্তা — “ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার”

কলকাতা, ১৪ এপ্রিল ২০২৫:নববর্ষের আগের দিনেই শহরবাসীকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর…

3 days ago

নিজের রাজ্যেই উদ্বাস্তু! মুর্শিদাবাদের ভয়াবহ ঘটনায় নিঃস্ব একাধিক পরিবার

মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল ২০২৫:এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। ভাত বসিয়েই কেউ দৌড়েছেন প্রাণ বাঁচাতে। রাতারাতি…

3 days ago

নববর্ষের সকালে পথে শুভেন্দু, চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত শোভাযাত্রা

নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী…

3 days ago

“আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না” — কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে…

3 days ago

মুর্শিদাবাদের পর ভাঙড়েও অশান্তির আগুন, গ্রেফতার ৮ জন

ভাঙড়: মুর্শিদাবাদে ঘটনার আঁচ না মিটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায়…

3 days ago