ছত্রিশগড়ের সুকমায় 22 জন আধা সেনার প্রাণহানির ঘটনা ঘটল। যখন দেশ রক্ষায় নিয়োজিত সেনা জওয়ানরা সুরক্ষিত নয় তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকছেন। আর প্রধানমন্ত্রী কুৎসা করে চলেছেন। রবিবার কেন্দ্রীয় সরকারকে এই ভাষাতেই নিশানা করলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, দেশের জন্য যাঁরা প্রাণ দিচ্ছেন সেই জওয়ানদের নিয়ে উদাসীন কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত সংকীর্ণ রাজনীতি করতে।
কেন্দ্রীয় সরকার রাজবংশীদের ঠকাচ্ছেন বলেও অভিযোগ করেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। সুব্রত মুখোপাধ্যায় বলেন, গত 11 ফেব্রুয়ারি নারায়ণী সেনা গঠনের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু আর টি আই করে জানা গেছে নারায়ণী সেনা ঘোষণা একটা জুমলা। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন তুলল তৃণমূল। বিভিন্ন অভিযোগ জানিয়ে 14 60 টি চিঠি দেওয়া হলেও মাত্র তিনটির উত্তর দিয়েছে কমিশন, জানালেন সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল নেতার প্রশ্ন এরপরে বলতে হবে নির্বাচন কমিশন কী উদ্দেশ্য নিয়ে ও কিভাবে কাজ করছে?