হাওড়ার মানুষদের অভিবাদন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়


বুধবার,৩১/০৩/২০২১
971

হাওড়ার মানুষ বরাবর আমাকে আর্শীবাদ করেছে। সেই হাওড়ার মানুষকে প্রনাম। সেই হাওড়ার মা বোনেদের প্রনাম ও সেলাম। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার উলুবেড়িয়ার পাঁচলার  নেতাজি সংঘের মাঠে তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী জনসভায় এভাবেই হাওড়ার মানুষদের অভিবাদন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি বলেন, হাওড়া জেলায় শিল্পায়ন হয়েছে । আরও শিল্পায়ন হবে। তার জন্য  পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর ফলে আগামী দিনে প্রায় এক লক্ষ বেকার যুবক যুবতী কাজ পাবেন। তিনি বলেন , এই উলুবেড়িয়ার মানুষ প্রতিটি সময় মানুষের পাশে থাকেন  । প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, আমফান ও কোভিড পরিস্থিতিতে এরা আমি আসার আগেই মানুষের জন্য ছুটে বেরিয়েছেন। মানুষদের জন্য অন্য তুলে দিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, হাওড়ার আমতা- উলুবেড়িয়া সহ আরও চার রাজ্যে বন্যা নিয়ন্ত্রণের জন্য তিন হাজার কোটি টাকা দিয়েছি। লোয়ার দামোদর বেসিক প্রোযেক্টটেড তৈরি হয়েছে । সেখানে সেতু , নিচু জায়গায় ভরাট ও কালভার্ট নির্মাণ হবে। হাওড়া সহ মেদিনীপুর, হুগলি,বর্ধমান ও বাঁকুড়া জেলাতেও এই কাজ হবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে । তিনি আরও বলেন, হাওড়া জেলার উন্নয়নে তৃণমূল সরকার অনেক কাজ করেছে। আমার একটি পা কাজ করছেনা।

কিন্তু এই প্রখর গরমকে উপেক্ষা করে অনেক মা বোনেরা এসেছেন । তাঁদের দুটো পাকে আমি প্রণাম জানাই। আমার একটা পা কাজ করছে না তো কি হয়েছে । মা বোনেদের দুটো পা  আমার পথ চলাকে অনুপ্রেরণা দিয়েছে । তিনি আরও বলেন, আমরা মহিলাদের প্রাধান্য বেশি দিচ্ছি। তাই মহিলাদের নামে  স্বাস্থ্যসাথী কার্ড করা হয়েছে । স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত মহিলারা পাবেন। সরকারি হাসপাতালে তো বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে । বেসরকারি হাসপাতাল কিংবা ভেলোর  গেলেও এই স্মার্ট কার্ড দিয়ে চিকিৎসা পরিষেবা পাবেন । এমনকি বছরে পাঁচ লক্ষ টাকা খরচ করতে পারবেন বলে এই জনসভায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই জনসভায় হাওড়া গ্রামীণের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্খেযোগ্য উলুবেড়িয়া দক্ষিণের তৃণমূল প্রার্থী পুলক রায়, উলুবেড়িয়া উত্তরের তৃণমূল প্রার্থী নির্মল মাজী, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী বিদেশ বসু, পাঁচলার গুলশান মল্লিক ও সাঁকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। এছাড়াও হাওড়া গ্রামীণের অসংখ্য তৃণমূল নেতৃত্ব এই জনসভায় উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর এই জনসভায় অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট