আগামীকাল বিধানসভার দ্বিতীয় দফায় চার জেলায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ


বুধবার,৩১/০৩/২০২১
941

আগামীকাল বিধানসভার দ্বিতীয় দফায় চার জেলায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ৭৬ লক্ষ্য ৭ হাজার ৬৬৭নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৮ লক্ষ্য ৯৩হাজার ৬৫৫ মহিলা ভোটার সংখ্যা ৩৭লক্ষ১৩ হাজার ৯২৬ তৃতীয় লিঙ্গের সংখ্যা ৮৬। অশীতিপর ভোটারের সংখ্যা ১লাখ৮০ হাজার ১১৬এবং শারীরিকভাবে সক্ষম ৫৪ হাজার ৭৬৫।বুথের সংখ্যা১০ হাজার ৬২০। এরমধ্যে অক্সিলিয়ারি বুথের সংখ্যা২ হাজার ২৮৭।নির্বাচনী জন্য সাধারণ পর্যবেক্ষক থাকবেন 23 জন, পুলিশ পর্যবেক্ষক থাকবেন ৬ জন, ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা ৯বলে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু আজকের সংবাদিক বৈঠকে জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট