৫ টি লক্ষণ, যা দেখে বুঝবেন আপনার হাতে টাকা আসবে !


মঙ্গলবার,৩০/০৩/২০২১
6673

অনেকেই মনে করেন ডান হাত চুলকালে টাকা আসে আবার বাম হাত চুলকালে টাকা খরচ হয়, এসব আমরা অনেকেই বিশ্বাস করি। তবে অনেকেই এসব বিষয়কে কুসংস্কার বলে মনে করলেও আবার অনেকে বিশ্বাস করেন।

জ্যোতিষশাস্ত্র মতে, হাতে টাকা আসার আগে কয়েকটা লক্ষণ আপনাকে সুখবরের ইঙ্গিত দিতে পারে। জেনে নিন সেসব লক্ষণগুলো সম্পর্কে-

১। সবার আগে আপনার শরীরের যেকোনো অংশে মাঝেমধ্যে কাঁপতে শুরু করবে। বিশেষ করে ভ্রু বা হাতের মাঝখানে কম্পন অনুভব করলে বুঝবেন, অর্থলাভ হবে।

২। আপনার বাড়িতে যদি হঠাত্ করে টিয়া পাখি আসে তা হলে বুঝবেন, অর্থের আগমন সময়ের অপক্ষে শুধু। টিয়া পাখিকে সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়।

৩। বাড়ির আনাচে-কানাচে দেখতে পাবেন, কালো পিঁপড়ে মুখে চাল নিয়ে ছোটাছুটি করছে।

৪। মাথায় টিকটিকি আছড়ে পড়লে বুঝবেন বিরাট সম্পত্তির মালিক হতে চলেছেন অনেকে। মানুষের মাথায় টিকটিকি আছড়ে পড়ার ঘটনা বিরল। তবে যাদের মাথায় টিকটিকি পড়েছে তাদের সম্পত্তি লাভ হয়েছে নিশ্চিতভাবে।

৫। অনেক সময় পথচলতি গরু আপনার বাড়ির দুয়ারের সামনে এসে ডাকতে শুরু করবে। তখন সেটিকে খালি মুখে ফেরাবেন ন। বাড়ির সামনে গরু আসা মানে আপনার জীবনে ভালো কিছু ঘটবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট