শিরোনাম:২৬ শে মার্চ: সৌরভ হালদার


শুক্রবার,২৬/০৩/২০২১
604

প্রায় ২০০ বছর শাসনের পর ১৯৪৭ সালে আগস্ট মাসে ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। কিন্তু ব্রিটিশ শাসনের পতন যেন শেষ হয়েও থেকে গেল। আর সেই পরাধীনতার মাধ্যমে দেশকে স্বাধীন করার লক্ষ্যে ১৯৭১ সালে ২৬ শে মার্চ পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ নামে একটি ভূখণ্ড দেশ তৈরি হয়।

এ বিষয়ে আমরা প্রায় সবাই অবগত থাকলেও স্বাধীনতা দিবস এর পিছনে যে ইতিহাস রয়েছে সে সম্পর্কে খুব কম লোকই জানে।

বাংলাদেশ স্বাধীনতা দিবস যা ২৬ শে মার্চ পালিত হয়। একাত্তরের ২৫ শে মার্চ রাতে তত্কালীন পূর্ব পাকিস্তান জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৬ শে মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে জিয়াউর রহমান বাংলাদেশের জনগণকে চট্টগ্রামের কালুরঘাট রেডিও স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানান। ১৯৭২ সালের ২২ জানুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তিতে এই দিবসটি বাংলাদেশের জাতীয় দিবস হিসাবে পালিত হয় এবং আনুষ্ঠানিকভাবে একটি ছুটি ঘোষণা করা হয়েছিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট