মিঠুনের রোড শোতে জনপ্লাবন ঝাড়গ্রামে । এই প্রথম ঝাড়গ্রাম শহর কোন হাইভোল্টেজ ভোট দেখতে চলেছে । কিছুদিন আগেই তৃণমূলের অনুব্রত মণ্ডল ও ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ঝাড়গ্রামে রোড শো করেন । কিন্তু দুইজনেরই তুলনায় এদিন মিঠুন চক্রবর্তী রোড শোতে চোখে পড়ার মতো মানুষের ভিড় ছিল । বৃহস্পতিবার ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী সুখময় সৎপতি এর সমর্থনে রোড শো করেন । পুরাতন ঝাড়গ্রাম থেকে জামদা সার্কাস ময়দান পর্যন্ত রাস্তার দুই পাশে দীর্ঘক্ষণ মানুষ দাঁড়িয়ে ছিলেন মিঠুন কে দেখার জন্য । এদিন ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারের শেষ দিন । সময়সীমা বিকেল পাঁচটা পর্যন্ত । তার জন্যই বিকেল চারটা বেজে করে ৫৮ মিনিটে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে রোড শো শেষ করে মিঠুন ।
পাঁচমাথা মোড়ে সাধারণ মানুষও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আপনারা দেখবেন বাংলা সোনার বাংলা হয়ে যাবে । ছমাসের মধ্যে অটোমেটিকলি ডেভলপ করবে বাংলা” । তিনি আরও বলেন , ” আমি কিছু ডায়লগ দিতে গেলেই নির্বাচন কমিশনের নোটিশ চলে আসবে তাই আমি ইশারাতেই বলছি ।” ব্রিগেডের দিন যে ডায়ালগ বলেছিলেন সেই ডায়লগ ইশারার মাধ্যমে তুলে ধরেন মিঠুন চক্রবর্তী । মিঠুন কে দেখার জন্য যুবকদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায় ।