চায়ের আসর থেকেই প্রচারে ঝড় তুললেন হাড়োয়ার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা


মঙ্গলবার,২৩/০৩/২০২১
1239

বসিরহাট, ২৩ মার্চ : চায় পে চর্চা দিয়েই চলছে ভোট প্রচার এর শুরু এবং শেষ। আর চায়ের আসর থেকেই চলছে ভোটের প্রচার। প্রার্থী ঘোষণার পরে আগেই ভোট প্রচার শুরু করেছে বসিরহাট মহাকুমার হাড়োয়া বিধানসভা বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা। হাড়োয়ার গ্রামে গ্রামে চলছে ভোটের প্রচার। ভোট প্রচারের পাশাপাশি এলাকায় এলাকায় চায় পে চর্চা যোগদান করতে দেখা যাচ্ছে রাজেন্দ্র সাহাকে। আর সেই চায়ের আসর থেকেই চলছে ভোটের প্রচার। এলাকার মানুষের সঙ্গে চা খেতে খেতেই কুশল বিনিময় করতে দেখা যায় তাকে।

চায় পে চর্চা যোগদান করতে দেখা যাচ্ছে রাজেন্দ্র সাহাকে

মঙ্গলবার সকালে হাড়োয়ার বাসাবাটি এলাকায় চায় পে চর্চা তে যোগদেন তিনি। চায়ের আসরেই একপ্রস্থ প্রচার ছেড়ে বেরিয়ে পড়েন গ্রামে। বাড়ি বাড়ি ঘুরে ও জনসংযোগ এর মাধ্যমে ভোট প্রচারে ছেড়ে বিকালে আবার চায়ের আসরে যোগদেন কাঁকড়া মির্জানগর এলাকায়। সাধারণ মানুষ ও ভোটারদের কাছাকাছি পৌঁছাতেই চায়ের আসর থেকে প্রচার এর কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান রাজেন্দ্র সাহা।

https://youtu.be/2vQtEsb1BWg
চায়ের আসর থেকেই প্রচারে ঝড় তুললেন হাড়োয়ার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট