তৃণমূল প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামে রোড শো’ থেকে বার্তা অনুব্রত মন্ডলের


শনিবার,২০/০৩/২০২১
1255

লোকসভায় ভুল করেছেন ২১ এর বিধানসভায় ভুল করবেন না তৃণমূল প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামে রোড শো’ থেকে বার্তা অনুব্রত মন্ডলের ।ঝাড়গ্রাম শহরে শনিবার  অফিসার ক্লাব ময়দান থেকে জামদা সার্কাস মাঠ পর্যন্ত রোড-শো করে অনুব্রত ।অনুব্রতকে কেন্দ্র করে এদিন তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে এক অন্য উদ্দীপনা লক্ষ করা যায় । সমর্থকদের খেলা হবে গেঞ্জী পরে ব্যাট বল হাতে নিয়ে রোড-শোতে ক্রিকেট খেলতে দেখা যায় । ডিজে বাজিয়ে খেলা হবে গানের তালে কর্মী সমর্থকদের সাথে মহিলাদের উদ্যম নাচ করতে দেখা যায় । অনুব্রতকে দেখার জন্য শহরের সাধারণ মানুষ দীর্ঘক্ষণ রাস্তার দুই পাশে ও বহু লোককে বাড়ি ব্যালকনিতে ও ছাদে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । ঝাড়গ্রামে অনুব্রতের এই প্রথম কোন কর্মসূচি । তৃণমূল সূত্রে জানা যায় , অনুব্রতের রোড-শো ও সভা মিলিয়ে দু’দিনে জেলায় মোটা পাঁচটি কর্মসূচি রয়েছে ।

ঝাড়গ্রামের রোড-শোতে অনুব্রত সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের প্রার্থী বিরবাহা হাঁসদা ও গোপীবল্লভপুরের প্রার্থী ডাঃ খগেন্দ্রনাথ মাহাত । এছাড়াও উপস্থিত ছিলেন ছত্রধর মাহাত । এদিন অনুব্রত মণ্ডল বলেন ,” বিজেপির কথা শুনবেন না ওটা একটা ভাওতাবাজির দল ।আমাদের দেশের প্রধানমন্ত্রী চিটিংবাজ প্রধানমন্ত্রী । এরা উন্নয়নের কথা ভাবে না । বেকার ছেলেমেয়েদের চাকরির কথা ভেবে না।  আদিবাসীদের কথা ভাবে না । এরা নিজের কথা ছাড়া কিছু ভাবে না । ঝাড়গ্রামে যা উন্নয়ন দেখছেন সব মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন । আর এই উন্নয়ন হবেই “। তিনি লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে এনে বলেন , “লোকসভায় ভুল করেছেন ২১ এর বিধানসভায় ভুল করবেন না “। ভোটের আসন প্রসঙ্গে তিনি বলেন , ” মায়ের কাছে পুজো দিয়েছি তৃণমূল ২২০ থেকে ২৩০ টি আসন পাবে । ঝাড়গ্রামের সব কয়টি আসন তৃণমূলেই পাবে । এই বারের শ্লোগান খেলা হবে ” । ঝাড়গ্রামে রোড-শো এর পর গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থীর সমর্থনে সাঁকরাইলের কেশিয়াপাতায় জনসভা করেন। 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট