সুনামগঞ্জের গ্রামে হামলার ঘটনায় ৭০ জনের নামে মামলা


শুক্রবার,১৯/০৩/২০২১
598

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনায় শাল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৮ মার্চ বৃহস্পতিবার রাতে ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা শতাধিক জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে হবিপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বলেন, আমরা এ হামলার ঘটনায় ব্যাথিত তারপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল। মামলা করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আসামিদের ধরতে সক্ষম হবে। একই সাথে বলতে চাই এই মামলা যেন দ্রুত বিচার ট্রাইবুন্যালে নিয়ে আসামিদর বিচাররের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হয়। আর যেন কেউ এই ধরণের অপকর্ম করতে সাহস না পায় এই বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মামলা দায়ের করা হয়েছে শুধু এইটুকু বলতে পারব। তদন্তের স্বার্থে আর কিছু বলা যাবেনা। এর আগে ১৬ মার্চ মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজত ইসলামের নেতা মামুনুল হকসহ ধর্ম নিয়ে কটূক্তি করেন স্থানীয় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুটন দাস আপন। ওইদিন তাকে পুলিশ আটক করে নিয়ে গেলেও এ ঘটনায় পরের দিন (১৭ মার্চ ) গ্রাম ঘেরাও করে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট