মমতা বন্দ্যোপাধ্যায় কে পা ভাঙা অবস্থায় দেখে কেঁদে ফেললেন প্রার্থী দুলাল মূর্মূ


শুক্রবার,১৯/০৩/২০২১
1094

সর্বভারতীয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে পা ভাঙা অবস্থায় দেখে কেঁদে ফেললেন নয়াগ্রাম বিধানসভার দলীয় প্রার্থী দুলাল মূর্মূ।প্রসঙ্গত বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার বাহারুনা ফুটবল মাঠে নির্বাচনী সভা করতে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়িতে তখন ১২টা ৪৫মিনিট হেলিপ্যাডে অবতরন করেন মুখ্যমন্ত্রী। সভা মঞ্চের পিছনেই ছিল হেলিপ্যাড গ্রাউন্ড। হুইল চ্যায়ারে করে তাঁকে নিয়ে আসা সভা মঞ্চে। সভা মঞ্চে ওঠার মঞ্চে বক্তব্য রাখেন নয়াগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল মূর্মী। বিগত বিধানসভায় জয়লাভ করে তিনি বিধায়ক পদেও ছিলেন। এমনকি জেলা সভাপতির পদেও রয়েছেন তিনি। ঘড়িতে তখন ১২টা ৫৫মিনিট সভা মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘দিদির টানে আজকে আমরা এই জঙ্গলমহলে জনজোয়ার। দিদিকে আমরা এক মূহুর্তও ছাড়তে পারবো না। দিদি আমাদের সব দিয়েছেন।’ তারপরেই তিনি ‘দিদিকে এই অবস্থায় দেখে আমার চোখে জল চলে আসছে’ বলে সভা মঞ্চের উপরই কেঁদে ফেলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট