মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া উদ্যোগ দুয়ারে রেশন৷ ক্ষমতায় ফিরলে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী লালগড় ভিলেজ গ্রাউন্ডে এমনটাই প্রতিশ্রুতি দিলেন তিনি৷ সেই সঙ্গে সরকারের প্রতিটা প্রকল্পের সুবিধা মানুষ পাবে ঘরে বসে৷ এদিন এই বিষয়টি আরও একবার তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
তিনি বলেন, যে কোনও বয়সের, যে কোনও ধর্মের বিধবারা বিধবা ভাতা পাবেন৷ এর জন্য লাইন দেওয়ার প্রয়োজন নেই৷ সব সুবিধা মিলবে দুয়ারে সরকার ক্যাম্পেই৷ বছরে চার মাস এই ক্যাম্প হবে৷ প্রতি বছর অগাস্ট-সেপ্টেম্বর এবং ডিসেম্বর-জানুয়ারি মাসে হবে দুয়ারে সরকার৷ নাম লেখালেই বিধবা ভাতা, কৃষক ভাতা, কন্যাশ্রী, তফশিলি বন্ধু থেকে জয় জহর সব সুবিধা পাওয়া যাবে৷ মমতা আরও বলেন, আগে জঙ্গলমহলে আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিতাম৷ তার পর সারা বাংলাকে দিয়েছি৷ আর এখন সকলকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়৷ আর আগামী দিনে রেশন দোকানে যাওয়ার দরকার নেই৷ আপনার রেশন পৌঁছে যাবে আপনার বাড়ির দোড়গোড়ায়৷ চালু হবে ‘দুয়ারে রেশন’৷ আপনার বাড়িতে পৌঁছে যাবে বিনা পয়সার রেশন৷
এছাড়াও তিনি বলেন, প্রতি বছর স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা পাবে রাজ্যের মানুষ৷ তিন বছর অন্তর অন্তর কার্ড রিন্যু করা হবে৷ এই কার্ডে অভিভাবক হবেন বাড়ির মহিলারা৷ প্রয়োজনে মহিলারা নিজের বাবা-মায়ের চিকিৎসাও করাতে পারবেন৷ বেসরকারি হোক বা ভেলোর সব জায়গায় এই কার্ড কাজ করবে৷ বিনা পয়সায় খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য দেবে তৃণমূল সরকার৷ চতুর্থ শ্রেণি পর্যন্ত সকল স্কুল পড়ুয়াকে জামা, জুতো, ব্যাগ দেয় সরকার৷ দেওয়া হয় মিড ডে মিল৷
সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…
ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…
বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…
প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…