সিপিএম প্রার্থী মধুজা সেনরায় এর সমর্থনে বিমান বসু


সোমবার,১৫/০৩/২০২১
782

সিপিএম প্রার্থী মধুজা সেনরায় এর সমর্থনে ঝড়গ্রাম শহরের বলাকা মঞ্চে বিমান বসুর উপস্থিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সাধারণ সভায় মধুজা ছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান নেতৃত্বরা । এদিন বিমান বসু বলেন ,” আগে রাম পরে বাম এই প্রচারটা যারা করছে তারা অর্থের বিনিময়ে করছে । নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে । এই প্রচারটা যারা করছে তাঁরা আরএসএস বা বিজেপির লোকজন । বাম যখন পশ্চিমবঙ্গে ছিল তখন রাম কোথায় ছিল । রাম তো ঢুকলো তৃণমূলের হাত ধরে । সেই তৃণমূলের নেত্রী আরএসএস এর অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন এরা সবচেয়ে বড় দেশ ভক্ত না এলে বুঝতেই পারতাম না । আমার মনে হয় অতীতের ভোটে যারা বাম কে সমর্থন করে তারা ভোট দিতে পারেনি । তাঁদের মধ্যেই অনেকে এবার বামপন্থীদের ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে” । অমিত শাহের সভা প্রসঙ্গে তিনি বলেন , “আরএসএস এর যেখানে প্রার্থী থাকবে সেখানেই অমিত শাহ যাবেই । এখানের চারটি আসনেই আরএসএস নমনিত তাই অমিত শাহ আসবেই । যেখানে আরএসএস এর প্রার্থী থাকবে সেখানেই অমিত শাহ যাবেই আমি লিখে দিতে পারি” ।

নন্দীগ্রামের ঘটনায় জেলা শাসক ও পুলিশ সুপারের বদলি প্রসঙ্গে বিমান বসু বলেন , ” আমি একটু আগে বিষয়টি শুনলাম । উনার  নমিনেশন জাম দেওয়া পর্যন্ত কমিশন কে জানিয়ে ছিলেন । নির্বাচন কমিশন নির্দেশদেন ভিভিআইপিদের ক্ষেত্রে তাঁদের কর্মসূচির আগে থেকে জানাতে হবে । উনি নমিনেশন জমা দেবেন বলে জানিয়েছিলেন কমিশনকে কিন্তু বাজারে যাবেন, ঘুরবেন , বিরুলিয়া তে যাবেন এটা তো উনি কমিশনকে জানাননি । উনি জানাননি চলে যান আর তাতে সমস্যা পড়তে হয়েছে আইপিএস অফিসারদের” ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট