বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন বিজেপির মহিলা মোর্চা


রবিবার,১৪/০৩/২০২১
858

বাংলায় আসল পরিবর্তনের ডাক দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন বিজেপির মহিলা মোর্চার জাতীয় সম্পাদিকা বিজয়া রাহাতকর । রবিবার মহিলা মোর্চার সদস্যদের উপস্থিতিতে ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয় থেকে  শুরু করে শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকা পর্যন্ত পথ চলতি প্রতিটি মানুষ থেকে শুরু করে রাস্তার দুই পাশে থাকা দোকান এবং সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঝাড়গ্রামে বিজেপিকে ভোট দেয়ার আহ্বান জানান বিজয়া রাহাতকর । এদিন তিনি বলেন , “বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্ক  করছি । খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে । লোক বলছে বিনেপয়সায় গ্যাস , একাউন্টে ৫০০ টাকা , শৌচালয় পেয়েছেন প্রধানমন্ত্রীর দ্বারা । কোথাও কোথাও মমতা দিদির উপর লোকের ক্ষোভ কাছে কারণ , আয়ুষ্মান ভারত , কৃষকরা সাহায্য পাচ্ছে না । আমার মনে হচ্ছে এতো লোক আমাদের সঙ্গে আসছেন এটাই আসল পরিবর্তন হবে । মহিলারাই এই আসল পরিবর্তন করবে” ।

বিজয়া রাহাতকরের গৃহ সম্পর্ক অভিযান পুরোতন ঝাড়গ্রামের দিকে যাবার পথে বিজয় রাহাতকর বলেন , “যারা মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে হাত ছেড়ে যাদের সঙ্গে তাদের বিচারধারা মিলেনা তাদেরকে নিয়ে সরকার তৈরি করেছে । যারা নিজের এলাকায় কাজ করতে পারেনা তারা এখানে এসে কি কাজ করবে । তাদেরকে এখানে কেউ জানে না কেবল মানুষকে বোকা বানাতে এসেছে । বিজেপি রাম ভক্তদের পার্টি “। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট