কবিতা : গ্রামের মায়া


রবিবার,১৪/০৩/২০২১
4740

গ্রামের মায়া
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

সুমধুর পাখির গানের
মিষ্টি সুরে সু-প্রভাতে
পুলকিত করে মন।
ঐ দূরের মাঠে
বাঁশির সুরে
মন ভরিয়ে তোলে গোধূলী লগ্নে।
সবুজে শ্যামলে পূর্ন
গ্রাম্য মেঠো পথ ধরে
সারি সারি পশু, পাখি
রাখল, বালক ঘরে ফিরে।
আজও গ্রামের প্রতি কোণে
মায়ের কথা-
গুনগুন কর্ণে বাজে।
সাগরের দিকে
ছুটে চলে নদী গ্রামের বুক ছুঁয়ে।
দু-কূল মাতিয়ে রাখে
স্রোতের ছন্দের কলতানে।
আজও মনে পড়ে দাদীর গল্প কথা
ফিরবো মোরা গ্রামে।
সবুজে শ্যামলে পূর্ন
গ্রামের মায়ার
টানে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট