নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রাথী দুলাল মুর্মু এর সমর্থনে শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা ৪নং অঞ্চলের আগড়বনী থেকে শুরু করে মালিঞ্চা, খড়িপাড়িয়া, হাতিপাতা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা মিছিল করে এবং হাতিপাতা এলাকায় পথসভার আয়োজন করে।ওই পথসভায় উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাথী দুলাল মুর্মু,তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত এবং গোপীবল্লভপুর 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল সহ আরো অনেক।দুলাল মুর্মু বলেন অনেক কমসময়ের মধ্যে নির্বাচন হচ্ছে তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেক তৎপরতার সহিত নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে।মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের যে উন্নয়ন করেছেন তাতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে এবং এইবারের নির্বাচনে জঙ্গলমহলের চারটি আসনেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী।সেইসঙ্গে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ধিক্কার জানান।
গোপীবল্লভপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথসভা
শুক্রবার,১২/০৩/২০২১
785