শান্তিপূর্ণ ও অবাধ ভোটের জন্য রান ফর ডেমোক্রেসি এর শুভ উদ্বোধন করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক


মঙ্গলবার,০৯/০৩/২০২১
12501

শান্তিপূর্ণ ও অবাধ ভোটের জন্য রান ফর ডেমোক্রেসি এর শুভ উদ্বোধন করলেন ঝাড়গ্রামের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা ঝাড়গ্রামের জেলা শাসক আয়েশা রানি এ ।  মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয় থেকে এই দৌড়ের উদ্বোধন হয় । ঝাড়গ্রামের জেলাশাসক বলেন , ভোটের প্রচারের জন্য ইলেকশন কমিশনের নির্দেশে একটি ট্যাবল ও  রানের ব্যবস্থা করা হয়েছে । সকলকে অনুরোধ ২৭শে মার্চ ভোট আছে নিজের ভোট নিজে দেবেন । ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই রান ফর ডেমোক্রেসি হবে । দু’দিন ধরে এই দৌড় চারটি বিধানসভার প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে ।

কিছুদিন আগে জেলাশাসকের অফিসের সামনে বৈকালিক পার্কে ইলেকশন পার্ক তৈরি করা হয়েছে। যে পার্কে ভোটাররা তাঁদের ভোটাধিকার সম্পর্কে অবগত হবেন । শান্তি এবং স্বভাবে ভোট পরিচালনা করায় রান ফর ডেমোক্রেসি এবং ইলেকশন পার্কের মূল লক্ষ্য ।

২৭শে মার্চ ঝাড়গ্রামে প্রথম দফায় ভোট । ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই সকল রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছে । সিপিএম সহ অন্যান্য আঞ্চলিক দলগুলির নমিনেশন জমা দিয়েছে । এদিন তৃণমূল এবং বিজেপির মিছিল করে নমিনেশন জমা দেয়ার কথা রয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট