নন্দীগ্রামে মমতা ব্যানার্জী ২০০ শতাংশ হারবে: কৈলাশ বিজয় বর্গী


মঙ্গলবার,০৯/০৩/২০২১
727

নন্দীগ্রামে মমতা ব্যানার্জী ২০০ শতাংশ হারবে কারণ মমতা ব্যানার্জী নন্দীগ্রামের মানুষের সাথে ছল করেছে। না ওখানে কোনো উদ্যোগ দেখা গেছে, না কৃষি। তাই নন্দীগ্রামে মমতা ব্যানার্জীর হার নিশ্চিত। মেদিনীপুরে আজ দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গী। তবে বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে যে দ্বন্ধ রয়েছে, সেটা কার্যকর্তারা বসে মিটিয়ে নেবে বলেও আশাবাদী শ্রী বর্গীয়।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আজ সমস্ত জায়গায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া চলছে। তাতেই এতো মানুষের জনসমাগম হয়েছে, তাতে বোঝা যাচ্ছে সারা বাংলার মানুষ পরিবর্তনের জন্য তৈরি। দিলীপ ঘোষ মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন, মমতা ব্যানার্জী ভবানীপুর থেকে নন্দীগ্রামে গেছেন, আবার কালীঘাটে চলে যাবে। তবে দলের মধ্যে কার্যকর্তা ও নেতৃত্বদের মধ্যে যে ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে, তা ঠিক হয়ে যাবে, সকলে একসঙ্গে মিলে বিজেপিকে জিতিয়ে রাজ্যে ক্ষমতায় আনবে। আজ বিজেপির মেদিনীপুরের প্রার্থী শমিত দাস, শালবনীরা প্রার্থী রাজীব কুন্ডু এবং গড়বেতার প্রার্থী মদন রুইদাস মনোনয়নপত্র জমা দিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে ছিলেন কৈলাশ বিজয় বর্গী, দিলীপ ঘোষ। মিছিলে ফলে যানজট হওয়ায় মোটর সাইকেলে করে জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন শমিত দাস। অন্যদিকে মিছিল খুবই ধীর গতিতে থাকায় জেলাশাসক দপ্তরে প্রবেশ করতে পারলেন না দিলীপ ঘোষ ও কৈলাশ জী। ফলে জেলাশাসক দপ্তরের বাইরে থেকেই ফিরে যান দুজনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট