খড়্গপুরে “চায় পে চর্চা” থেকে তারকা প্রার্থী নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের


শনিবার,০৬/০৩/২০২১
9450

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে বিজেপির “চায় পে চর্চা” কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষের,এইদিন সকালে কর্মী সমর্থকদের নিয়ে মর্নিং ওয়াক সারার পর কর্মী-সমর্থকদের নিয়ে “চায় পে চর্চায়” বসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এইদিন “চায় পে চর্চার”পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে তিনি বলেন গত বিধানসভা ভোটে তারকা প্রার্থী দিয়ে মানুষ বুঝে ছিল,প্রার্থী জয়ী হওয়ার পর এলাকায় দেখতে পাওয়া যায়নি পাশাপাশি খড়গপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের নাম ঘোষণার নিয়ে দিলীপ ঘোষ বলেন আমি খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক থাকাকালীন খড়গপুর শহরে মাফিয়া রাজ কমে গিয়েছিল পাশাপাশি সন্ত্রাস কমে গিয়েছিল, আগামী বিধানসভা ভোটে সাধারণ মানুষ খড়গপুর কে কিভাবে রাখবেন সাধারণ মানুষই ঠিক করবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট