বিজেপি ও বাম জোট কে মানুষ উপযুক্ত জবাব দিবেন বলে জানালেন তৃনমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো


শনিবার,০৬/০৩/২০২১
8129

শুক্রবার প্রার্থী হিসেবে দলনেত্রী তার নাম ঘোষণার পর শালবনি বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছে। শুক্রবার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের শুকনাতোড় এলাকায় দলের ব্লক সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্য নেতাদের নিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। নির্বাচনী প্রচারে আদিবাসী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আদিবাসী মানুষেরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এবং তৃতীয়বার বিধায়ক নির্বাচিত করার জন্য শপথ গ্রহণ করেন। শ্রীকান্ত মাহাতো বলেন নির্বাচনী প্রচারে নেমে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। হাতে কয়েকটা দিন মাত্র রয়েছে। তাই প্রতিদিন তিনি তার নির্বাচনী এলাকায় মানুষের কাছে যাবেন। রাজ্য সরকারের সাফল্য তুলে ধরবেন। সেইসঙ্গে কেন্দ্র সরকারের বঞ্চনার কথা ও মানুষের কাছে তুলে ধরবেন।

তিনি বলেন শালবনি বিধানসভা এলাকার মানুষ বিজেপি ও বাম কংগ্রেস জোট কে উপযুক্ত জবাব দেবে। তৃতীয়বার তিনি নির্বাচিত হবেন বিপুল ভোটে বলে জানান। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও বাম কংগ্রেস জোটকে এই এলাকা থেকে উৎখাত করার জন্য সর্বস্তরের মানুষ এক হয় রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। তাই তিনি বলেন আমি মানুষের পাশে আছি আগামী দিনেও থাকবো ।সেই সঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এর প্রার্থী হিসেবে তাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য সকলের কাছে তিনি আহ্বান জানান। প্রার্থী ঘোষণা হওয়ার প্রথম দিন যেভাবে তিনি প্রচারে এসে মানুষের কাছ থেকে সাড়া পেলেন তাতে তিনি আপ্লুত। শ্রীকান্ত মাহাতো কে তৃতীয়বার দলনেত্রী প্রার্থী করায় খুশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট