হাওড়া, উলুবেড়িয়া: জোটের ব্রিগেডের মঞ্চে ঝাঁঝালো বক্তব্যের পর গত কয়েক দিনে কার্যত রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য ব্যক্তিত্ব হয়ে উঠেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। এবার আসন্ন বিধানসভা নির্বাচনে হাওড়া জেলায় একাধিক আসনে প্রার্থী দিতে চলেছে ‘ভাইজান’-এর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট( আই.এস.এফ)। মঙ্গলবার উলুবেড়িয়া-২ ব্লকে একটি অনুষ্ঠানে এসে তেমনই বার্তা দিলেন নবগঠিত রাজনৈতিক দলটির কান্ডারী আব্বাস সিদ্দিকী। এদিন আব্বাস সিদ্দিকী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”হাওড়া জেলায় এতো মানুষ। আমি যেখানে যাই সেখানকার মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ছুটে আসেন।
তাদের কথা ভেবে হাওড়া জেলায় আমরা নিশ্চিত প্রার্থী দেব।” তবে ঠিক ক’টা আসনে তাঁর দল প্রার্থী দেবে বা কোন কোন আসন তা তিনি বলেননি। তিনি বলেন,”দু-একদিনের মধ্যেই প্রার্থীর নাম ও বিস্তারিত ঘোষণা চেয়ারম্যান করে দেবেন।” তিনি বলেন,”আজকে আমার দেশ ও বাংলায় মানবতার হত্যা হচ্ছে। মানুষের উপর হত্যা, জুলুম, নারকীয় অত্যাচার চলছে। এই পরিস্থিতিতে মানুষের অধিকার ফিরিয়ে দিতেই আমরা লড়ব।” এদিন বাম-কংগ্রেসের সাথে আইএসএফের ইতিবাচক জোয়ের ইঙ্গিত দেন ফুরফুরার পীরজাদা। উল্লেখ্য, আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বাম-কংগ্রেসের সাথে জোটের পথে হাঁটতে চলেছেন। সিট সমঝোতাও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে।