মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন দুই নম্বর ব্লকের সাবড়া তে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসসি এসটি সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি সম্মেলনএর আয়োজন করা হয় ওই সম্মেলনে বক্তব্য রাখেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান,তৃণমূল কংগ্রেসের নেতা শৈবাল গিরি ,তৃণমূল কংগ্রেসের এস সি,এস টি সেলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ভদ্র হেমব্রম সহ আরো অনেকে। ওই সম্মেলনে বিধায়ক বিক্রম প্রধান গত দশ বছরে এসসি এসটি সম্প্রদায়ের মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কি কাজ করেছে তা তিনি বিস্তারিত ভাবে বলেন। তিনি বলেন এর আগে কোন সরকার রাজ্যে এভাবে এস টি এস টি সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ায়নি। তিনি আরো বলেন যে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কিন্তু তাদের কুৎসা অপপ্রচারে কান না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসটি এসসি মানুষদের উন্নয়নে কাজ করে চলেছেন।
তিনি বলেন এসসি এসটি মানুষেরা বাংলায় বঞ্চিত নয় ।আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আইন পাশ করিয়েছে ।সেই সঙ্গে তিনি বলেন আদিবাসীদের সাঁওতালি ভাষায় পঠন-পাঠনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি ওই সম্মেলনে আশা সকলকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তিনি আপনাদের পাশে রয়েছে। ওই সম্মেলনে উপস্থিত সকলের সাথে একসঙ্গে মাটিতে বসে দুপরের খাওয়ার খায় বিধায়ক বিক্রম প্রধান সহ ওই সম্মেলনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বিধায়ক বিক্রম প্রধান বিজেপির তীব্র সমালোচনা করে বলেন যারা জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষকে ভুল বিভ্রান্তির মুখে ঠেলে দেয় তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন।