কলকাতা নির্বাচন কমিশনের অফিসে যান বিজেপির চার সদস্যের দল। সেখানে উপস্থিত ছিলেন মুকুল রায়, স্বপন দাশগুপ্ত, সব্যসাচী দত্ত ও শিশির বাজরিযা।নির্বাচন কমিশনারের সাথে দেখা করে আসার পর সাংবাদিক সম্মেলন করে মুকুল রায় জানান তারা আজকে এখানে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং কতগুলো বিষয়ের ওপর আলোকপাত করেছেন ।তারা জানিয়েছেন পশ্চিমবাংলায় কটা পৌরসভা রয়েছে সেখানে যেভাবে নির্বাচন করা হয় তা সঠিকভাবে করা হচ্ছে না বা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
যারা নির্বাচনের জন্য নিযুক্ত হচ্ছে সেই সমস্ত আধিকারিকদের কাজে লাগানো হচ্ছে সেই বিষয়টি নির্বাচন কমিশনার কে দেখার জন্য বলা হয়েছে ।অন্যদিকে তিনি জানিয়েছেন গতকাল সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছেন যেখানে বলা হয়েছে যে তিনজন আইপিএস অফিসার কে ভারতবর্ষের যেকোনো প্রান্তে নির্বাচন কমিশনের জন্য পাঠানো যেতে পারে বলে তারা জানিয়েছেন সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। অন্যদিকে সব্যসাচী দত্ত জানিয়েছেন পৌরসভা তে বসে ফিরহাদ হাকিম একটি পলিটিকাল টিম বানিয়ে ফেলেছেন। সেখান থেকে তিনি পলিটিকাল কাজকর্ম চালাচ্ছেন এবং যার সমস্ত ডকুমেন্ট সব্যসাচী দত্তর কাছে রয়েছে প্রয়োজনে তিনি সেগুলো সামনে হাজির করতে পারেন ।তাই যে সমস্ত কাজ করছেন তা অনুচিত বলে দাবি করেন সব্যসাচী দত্ত।