সাগরে ভাসছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা: জাতি সংঘের উদ্ভেগ


বুধবার,২৪/০২/২০২১
1810

ডেস্ক রিপোর্ট, ঢাকা: থাইল্যান্ডে কাছাকাছি আন্দামান সাগরে দশ দিন ধরে ভাসছে একটি রোহিঙ্গাবাহী বিকল নৌকা। ধারণা করা হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন এসব শরণার্থী। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এক বিবৃতিতে এসব তথ্য জানা গেছে। রোহিঙ্গা-ভর্তি নৌকাটি বাংলাদেশের কক্সবাজার থেকে রওনা করার পর এর ইঞ্জিন বিকল হয়ে থাকতে পারে বলে মনে করছে জাতিসংঘ। তাই রোহিঙ্গাদের উদ্ধারের জন্য পার্শ্ববর্তী দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউএনএইচসিআর জানায়, নৌকার কয়েকজন যাত্রী এরই মধ্যে মারা গেছেন। কয়েকজন অসুস্থও রয়েছে। তাদের খাবার ও পানি ফুরিয়ে গেছে। তাই দ্রুত ব্যবস্থা না নিলে সব শরণার্থী মৃত্যুর মুখে পড়তে পারে। তবে কতজন আরোহী জীবিত আছেন সেটি এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে ও রোহিঙ্গাদের উদ্ধারের আবেদন করেছে জাতিসংঘ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট