”বাংলা নিজের মেয়েকেই চাই”- এই স্লোগান কে সামনে রেখে প্রচারে নামল তৃনমূল কংগ্রেস


মঙ্গলবার,২৩/০২/২০২১
855

”বাংলা নিজের মেয়েকেই চাই”- এই স্লোগান কে সামনে রেখে প্রচারে নামল তৃনমূল কংগ্রেস । রবিবার কোলকাতায় রাজ্য তৃনমূলের পক্ষ থেকে স্লোগান-টি প্রকাশ করা হয় প্রথম । মঙ্গলবার তা সাংবাদিক সম্মেলন ও অনুষ্ঠানের মাধ্যমে দলের পক্ষ থেকে প্রকাশ করা হয় প্রতিটি ব্লক স্তরে । কেন এই স্লোগান এই স্লোগানে মাধ্যমে কি বার্তা রয়েছে তা বিস্তারিত জানানো হয় স্লোগানটি প্রকাশ অনুষ্ঠানে । মঙ্গলবার পাণ্ডবেশ্বরের বাঁকোলায় তৃনমূলের কার্যালয়ের স্লোগানটি- আনুষ্ঠানিক প্রকাশ করেন দলের ব্লক সভাপতির নরেন্দ্রনাথ চক্রবর্তী । নরেন বাবু জানান এই শ্লোগানকে সামনে রেখে তৃণমূলের সর্ব স্তরের কর্মীদের প্রচারে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এর আগে ”দিদি -কে বলো” ”দিদির দূত” কর্মসূচীগুলি ব্যাপক সাড়া ফেলেছিল বাংলায় । এই শ্লোগানটি ও সেরকম সাফল্য পাবে বলে আশা প্রকাশ করেন তিনি । বলেন বিজেপি বহিরাগত দল । প্রতিদিন বাইরে থেকে বিজেপির নেতারা এসে বাংলায় সাম্প্রদায়িক বিভেদ, অশান্তি বানানোর চেষ্টা করছে । মহিলাদের মনীষীদের অপমান করছে তারা । যা বাংলার ইতিহাস ও সংস্কৃতির পরিপন্থী । বাংলার সংস্কৃতিকে রক্ষা করে চলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই বাংলার মানুষ চাইছে বহিরাগত কেউ নয় বাংলার মেয়ে মমতা ব্যানাজি-কেই ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে । বাংলার মানুষের কথাই এই স্লোগানে তুলে ধরা হয়েছে বলে জানান নরেন বাবু ।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট