অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশ


মঙ্গলবার,২৩/০২/২০২১
1047

” সিবিআই অভিষেকের বাড়িতে গেছে তারই বদলা নিতে রাজ্য সরকার বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশ পাঠিয়েছে ” উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দলীয় এক কর্মসূচীতে যোগ দিতে এসে এমন মন্তব্যই করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এও বলেন পুলিশের কাছে যদি কোনও ইনফরমেশন থাকে তাহলে তার তদন্ত হবে। তবে বদলা নিতেই পুলিশ পাঠানো হয়েছে বলে দিলীপ বাবুর অভিমত। তৃনমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের যাওয়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য কোনও কিছু লুকোবার জন্য মুখ্যমন্ত্রী গিয়েছেন। এর আগে পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতেও গিয়েছিলেন তিনি। দার্জিলিঙে তাঁকে কালো পতাকা দেখানো নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ” যাঁরা এতদিন দার্জিলিঙয়ে জমিদারি করেছে তাদের ধস নেমে গেছে। বহু কর্মী বিজেপিতে যোগদান করছেন এখন তাই তারা চিৎকার চেঁচামেচি করছেন। বাংলার মানুষ পরিবর্তন চাইছেন বলে জানান দিলীপ বাবু।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট