বিজেপি প্লাস তৃণমূল ডিভাইডেড বাই টু বিজেমূল দুর্গাপুর থেকে তৃণমূল এবং বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী। রাজ্য এবং কেন্দ্রের টাকায় চলে খবর খবরে দেখায় না কৃষকদের যন্ত্রণার কথা খবরে দেখায় না দুর্গাপুরের বন্ধ কারখানার যন্ত্রণার কথা, তৃণমূল আছে বলেই বিজেপির দাপাদাপি দাবি বাম নেতার। দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে CPIM র জনসভা অনুষ্টিত হল মঙ্গলবার। এদিন উপস্থিত ছিলেন CPIM রাজ্য নেতা সুজন চক্রবর্তী। দুর্গাপুরের শিল্প রক্ষা করতে এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে, রাজ্য গণতন্ত্র পুনরুদ্ধার করতে, দুর্নীতিগ্রস্থ তৃণমূল এবং বিজেপিকে রুখতে, রাজ্যের প্রকৃত উন্নয়নের জন্য নতুন বিকল্প সরকার গঠনের আহ্বানের লক্ষে এই দিনের জনসভা। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়, জেলা কমিটির সদস্য পঙ্কজ দেবরায় সহ CPIM নেতৃত্বের উপস্থিত ছিল। রাজ্য এবং কেন্দ্র সরকারের কাজের বিরুদ্ধে কটাক্ষ করেন। দুর্গাপুরের রাজ্য এবং কেন্দ্র সরকারের বন্ধ কারখানাগুলি খোলার দাবি তোলেন এদিন CPIM নেতা সুজন চক্রবর্তী।
তৃণমূল এবং বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী
মঙ্গলবার,২৩/০২/২০২১
701