রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্বিসহ পরিস্থিতি। ভর্তুকি যুক্ত গ্যাসের ভর্তুকি একপ্রকার বন্ধের মুখে। প্রতিমাসেই বেড়ে চলেছে রারান্নার গ্যাসের দাম। এরই প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছে তৃণমূল মহিলা কংগ্রেস। সোমবার ধর্মতলা রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভে সামিল হন তৃণমূলের মহিলা সদস্যরা। তারা এই অবস্থান-বিক্ষোভ থেকে দাবি তোলেন অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমাতে হবে। সেইসঙ্গে দাবি জানানো হয় যথাপোযুক্ত ভর্তুকি ব্যাংক একাউন্টে দিতে হবে। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। গত শনি ও রবিবার শহরের বিভিন্ন প্রান্তে মিছিল সংঘটিত করে তৃণমূল নেতৃত্ব। সোমবার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃণমূলের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি।
মূল্য বৃদ্ধিতে অবস্থান বিক্ষোভে বসেছে তৃণমূল মহিলা কংগ্রেস
সোমবার,২২/০২/২০২১
574