ঝাড়গ্রাম:- বিধানসভা ভোটের মুখে বাবার ছবি বুকে নিয়ে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে মানুষজনের কাছে পৌঁছে গিয়ে কৃতজ্ঞতা জানিয়ে জনসংযোগের কাজ করছেন প্রয়াতঃ বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার রাস্তার ছেলে সুরজিৎ হাঁসদা ।
বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাহাতো এবং তৃণমূলের যুব সংগঠনকে পাশে নিয়ে এই কৃতজ্ঞতা যাত্রা শুরু করেছেন সুরজিৎ, শনিবার ঝারগ্রাম শহরের ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের কথা শুনেছেন, তার বাবা ১০ বছর ধরে যে কাজগুলো মানুষের জন্য করেছেন সেই উল্লেখযোগ্য কাজ গুলির মানুষের সামনে তুলে ধরে জনসংযোগের কাজ করে যাচ্ছেন।
আর এই জনসংযোগের কাজ করতে গিয়ে তীব্র রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।হঠাৎ করে আসন্ন বিধানসভা ভোটের মুখে কেনই বা বাবার ছবি বুকে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করছে সুরজিৎ সেই নিয়েও রাজনীতির অন্দরে চর্চা শুরু হয়েছে। তবে কি আদিবাসী সমাজের কাছে সুকুমার হাসদা র আবেগকে কাজে লাগিয়ে ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী হতে চলেছে সুকুমার বাবু ইঞ্জিনিয়ার ছেলে সুরজিৎ হাঁসদা, রাজনীতির অলিন্দে এই গুঞ্জনও ইতিমধ্যে ঘোরাফেরা করতে শুরু হয়েছে।
সুরজিৎ অবশ্য সেই রাজনৈতিক জল্পনাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন” আমার দাদু ও বাবা সমাজের জন্য অনেক কাজ করেছেন আমিও তাদের দেখানো পথেই হাঁটতে চাই বাবাকে তাদের প্রিয় বিধায়ক হিসেবে ১০ বছর ধরে আশির্বাদ করার জন্য আমি আজ সাধারণ মানুষকে বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি”।
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…