আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই প্রথম জঙ্গলমহলে প্রার্থী দিতে চলেছে শিবসেনার দল। জানা যাচ্ছে, ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই শিবসেনা প্রার্থী দেবে। এদিন ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শিবসেনা একটি জনসভার আয়োজন করেছিল। এই জনসভায় লোক ছিল চোখে পড়ার মতো। প্রায় তিন হাজার কর্মী সমর্থক এই জনসভায় অংশগ্রহণ করেছিল। এটি ছিল ঝাড়গ্রামে শিবসেনার প্রথম রাজনৈতিক জনসভা। এদিন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৭০ জন কর্মী-সমর্থক শিবসেনা দলে নাম লেখায়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলার শিবসেনার সভাপতি মধুসূদন সিংহ ও শিবসেনার রাজ্য সম্পাদক অশোক সরকার। ঝাড়গ্রাম জেলার শিবসেনার সভাপতি মধুসূদন সিংহ জানান, এদিন দুপুরে শিবসেনার ডাকে ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাবের মাঠে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। আমরা ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেব। ঝাড়গ্রাম এবং বিনপুর বিধানসভা আমাদের দখলে ইতিমধ্যে চলে এসেছে। এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবসেনার রাজ্য সভাপতি শান্তি দত্ত, শিবসেনার মহারাষ্ট্রের সেক্রেটারি দিলীপ পল্লীকর।
Barcode স্টিকার তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ, তবে নির্ভর করে আপনি কিসের জন্য এটি বানাচ্ছেন—ব্যবসার…
কলকাতা, ১৪ এপ্রিল ২০২৫:নববর্ষের আগের দিনেই শহরবাসীকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর…
মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল ২০২৫:এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। ভাত বসিয়েই কেউ দৌড়েছেন প্রাণ বাঁচাতে। রাতারাতি…
নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী…
কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে…
ভাঙড়: মুর্শিদাবাদে ঘটনার আঁচ না মিটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায়…